ইউএইতে ৬ মাসের কর্ম নিষেধাজ্ঞার অবসান ঘটেছে

সংযুক্ত আরব অামিরাতে [ইউএই] ছাটাইয়ের প্রেক্ষিতে শ্রমিকদের উপর এতদিন বিদ্যমান থাকা ছয় মাসের কর্ম নিষেধাজ্ঞার অবসান ঘটেছে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে যদি নিয়োগকর্তা কোনো শ্রমিককে ছাটাই করেন তাহলেই কেবল শ্রমিকরা ওই সুবিধা পাবেন। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন এক আইনে একথা বলা হয়েছে। আজ ৩ জানুয়ারি থেকে নতুন এই অাইন কার্যকর হয়েছে। খবর খালিজ টাইমস’র

শ্রমবাজারে শ্রমিকদের চাকরিলাভ সহজতর ও তাদের বেকারবস্থার লাঘব এবং নিয়োগকারী প্রতিষ্ঠান যাতে আরো দ্রুত স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমিক নিয়োগ দিতে পারেন এই লক্ষ্যেই নতুন আইনটি করা হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, মালিকপক্ষ যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে কোনো শ্রমিককে কর্ম থেকে ছাটাই করেন তাহলে ওই শ্রমিকের উপর এখন থেকে আর ছয় মাসের কর্মনিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। অর্থাৎ চাকরি থেকে ছাটাইয়ের পরপরই ওই শ্রমিক নতুন চাকরিতে যোগ দিতে পারবে বা নতুন কাজ খুঁজতে পারবে।

৩০ thoughts on “ইউএইতে ৬ মাসের কর্ম নিষেধাজ্ঞার অবসান ঘটেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *