কর্মসূচি সাংঘর্ষিক হলে কাউকে অনুমতি নয় : ডিএমপি

আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি সাংঘর্ষিক হলে কোনো দলকেই সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ রোববার দুপুরে ডিএমপির অনলাইন নিউজ পোর্টালের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন কমিশনার।

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘আমরা দুটি দরখাস্তই পেয়েছি। আমাদের সংশ্লিষ্ট অফিসারদের আমরা উদ্ভূত পরিস্থিতি কী হতে পারে, হুমকি বিশ্লেষক-পূর্বক প্রতিবেদক দিতে বলেছি। আমরা এ প্রতিবেদন পেলে চূড়ান্তভাবে দুই দলকে জানিয়ে দেব। তবে আমরা এ কথা বলে রাখি, আমরা যারা আইনশৃঙ্খলা বাহিনী আছি, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে জননিরাপত্তা। যদি আমাদের কাছে অনুভূত হয়, পরস্পরবিরোধী সমাবেশ একই স্থানে, একই সময়ে হবে। সেখানে জননিরাপত্তার স্বার্থে আমরা কোনো ধরনের সাংঘর্ষিক কোনো কাউকে করার অনুমতি দিতে পারি না।’

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। সদ্য বিদায়ী বছরের একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত পুলিশি বাধায় কোনো কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। তবে এর প্রতিবাদে টানা তিন মাস অবরোধ-হরতাল কর্মসূচি পালন করে দলটি।

২ thoughts on “কর্মসূচি সাংঘর্ষিক হলে কাউকে অনুমতি নয় : ডিএমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *