দোড়ে পালালো বিএনপির ‘আসল’ মুখপাত্র নাসিম

ঢাকাঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয় দখল করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে বিএনপির ‘আসল’ মুখপাত্র দাবি করা কামরুল ইসলাম নাসিম।

শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে নাসিম প্রায় এক’শ লোকজন নিয়ে বিএনপির পার্টি অফিস দখল করতে আসে। কিন্তু পার্টি অফিসের কাছে পূবালী ব্যাংকের সামনে আসতেই আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ধাওয়া করে। ধাওয়া খেয়ে নাসিমসহ পালিয়ে যায় তার সঙ্গে আসা লোকজন। এ সময় বেশ কয়েকজনকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এইসময় নাসিম কোন রকম দোড়ে প্রাণে বাঁচে।

এ সময় পার্টি অফিসের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে- এমন আশঙ্কায় কার্যালয়ের সামনে দুপুর থেকে পাহারা বসিয়েছিল দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।
এ সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানা গেছে।

01 (2)
উল্লেখ্য ২৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী জনতার নিম্ন আদালত’ বসান কামরুল হাসান নাসিম। সেখান থেকে বিএনপি পুনর্গঠনের জন্য দলটির গঠনতন্ত্র (সংবিধান) অনির্দিষ্টকালের জন্য স্থগিতের দাবি করেন তিনি। একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর ঘোষণা দেয়া হয়।

১৮ thoughts on “দোড়ে পালালো বিএনপির ‘আসল’ মুখপাত্র নাসিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *