ঢাকা: সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত আরো ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় আরবিভাষী দৈনিক আল আরাবিয়া। তবে কবে নাগাদ তাদের শিরশ্ছেদ করা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটিতে সন্ত্রাসী হামলা চালানো এবং হামলার পরিকল্পনার ঘটনায় যে ৪৭ জন অভিযুক্ত হয়েছিলেন তাদের সবার শিরশ্ছেদ করা হয়েছে। এদের মধ্যে বিখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরও সামিল রয়েছেন।
সৌদি আরবের ২০০৩ থেকে ২০০৬ সালে ওই হামলার ঘটনাগুলো ঘটেছিল। জঙ্গি গোষ্ঠী আল কায়দার নেতৃত্বে এসব হামলা হয়েছিল। ওই ৪৭ জনের সবাই সৌদি নাগরিক।
সৌদি আরবে ২০১৫ সালে বিভিন্ন অপরাধে ১৫২ জনকে কতল করা হয়েছিল। মানবাধিকার-বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া তথ্য মতে, দেশটিতে গত দুই দশকের মধ্যে গতবছরই শিরশ্ছেদের সংখ্যা সবচেয়ে বেশি। এর আগে ২০১৪ সালে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ১৯৯৫ সালে দেশটিতে সর্বোচ্চ ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়।
অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, গতবছরে ইরান ও চীনের পর তৃতীয় দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ সৌদি আরব। খুন, মাদক দ্রব্য পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো অপরাধে সেখানে শিরশ্ছেদ করা হয়ে থাকে।
Wasim Iftekhar liked this on Facebook.
Shahin Vai liked this on Facebook.
Abdul Halem Bablu liked this on Facebook.