প্রহসনের নির্বাচন উপহার দিয়েছে ইসি : মির্জা ফখরুল

সরকারের নীলনকশায় নির্বাচন কমিশন (ইসি) পৌর নির্বাচনের মাধ্যমে জাতিকে আরো প্রহসনের নির্বাচন উপহার দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। মির্জা ফখরুল বলেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ তো দূরের কথা কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় এক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে এই নির্বাচন। নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে নির্লজ্জভাবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কমপক্ষে দেড় সহস্রাধিক কেন্দ্রে কারচুপি ও অনিয়ম হয়েছে অভিযোগ করে সেসব কেন্দ্রে পুননির্বাচনেরও দাবি জানান তিনি।

আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এ পৌর নির্বাচন আবারও তা প্রমাণ করেছে বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

৪ thoughts on “প্রহসনের নির্বাচন উপহার দিয়েছে ইসি : মির্জা ফখরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.