ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমন্ত্রণ

৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এ আমন্ত্রণ জানান।

ছাত্রলীগের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। আগামী ১ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।

ছাত্রদলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম রানা, ফয়েজ উল্লাহ ফয়েজ, সহসাংগঠনিক সম্পাদক শাহীনুর বেগম সাগর, প্রচার সম্পাদক মাহমুদুল হক সেলিম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইয়াকুব রাজি।

এ সময় ছাত্রলীগ ছাড়াও প্রগতিশীল বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাদেরও প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ জানান ছাত্রদল নেতারা। মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়নের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিলানী শুভ।

৫ thoughts on “ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগকে আমন্ত্রণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *