ঝিনাইদহ : ভোটগ্রহণের ছয় ঘণ্টার মধ্যেই অর্থাৎ দুপুরেই কেন্দ্রে এসেও ভোট দিতে না পেরে ফিরে গেছেন অনেক ভোটার। কারণ তাদের জানিয়ে দেয়া হয়েছে ভোট কেন্দ্রে আর ব্যালট পেপার নেই, সব শেষ হয়ে গেছে।
এমন ঘটনাই ঘটলো ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার চতুড়া ভোটকেন্দ্রে। ভোটারদের অভিযোগ, জাল ভোট দেয়ার কারণে অনেক আগেই ব্যালট পেপার শেষ হয়ে গেছে।
ভোট দিতে আসা এক ভোটার নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু ভোট নেয়া হচ্ছে না। ব্যালট পেপার নাকি শেষ হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘দুপুর ১২টার দিকে কে বা কারা এসে সকল ব্যালট পেপারে সিল মেরে দিয়ে চলে গেছে। তাই আমাদের ভোট নেয়া হচ্ছে না।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে। তবে ভোটগ্রহণ করা হচ্ছে না। কেউ কেউ আবার ফিরেও যাচ্ছেন ভোট দিতে না পেরে।
চতুড়া ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়ালিউর রহমান এ বিষয়ে বলেন, ‘কিছু ব্যালট পেপার আলমারিতে আছে। এখন দেবো।’ কিন্তু তিনি কোনো ব্যালট পেপারই দেখাতে পারেননি।
এ ব্যাপারে শৈলকুপা পৌরসভা রিটার্নিং অফিসার দিদারুল আলম বলেন, ‘এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি আমরা দেখছি।’
Selim Mofazzal liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.