‘আমিরাতে ভিসা খোলার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে’

কামরুল হাসান জনি, ইউএই :

ভিসাকে কেন্দ্র করে গত সাপ্তাহে ঢাকায় আমিরাতের ভিসা সেন্টার চালু করায় বন্ধ ভিসা খোলার ব্যাপারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনটি উল্লেখ করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান প্রবাসীদের এই মুহূর্তে কোন প্রকার অপ্রীতিকর কর্মকাণ্ডের সাথে না জড়ানোর আহ্বান জানান। গত সোমবার রাতে বাংলাদেশ কমিউনিটি উম্মু-আল-কোয়াইন ও কমিউনিটি পুলিশ আয়োজিত আমিরাতের জাতীয় দিবস ও বাংলাদেশের বিজয় দিবসের বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আমন্ত্রণে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমিরাত সফরের মধ্যদিয়ে দু’দেশের সু-সম্পর্ক গড়ে উঠে। এবং বর্তমান সরকার সেই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে চায়। তাই সরকারের ভিশন অনুযায়ী দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে তৈরির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

কাজী হাবিবুর রহমান টিপুর সভাপতিত্বে ও কাজী মিজান্নুর রহমান তমিজের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন দুবাই কনস্যুলেটের ভারপ্রাপ্ত কন্স্যাল জেনারেল ডক্টর এটিএম রফিক আহাম্মেদ, উম্মু-আল-কোয়াইন পুলিশের ডাইরেক্টর জেনারেলের ম্যানেজার কর্নেল খলিফা আল সামছি, প্রধান তদন্তকারী সেইফ আল গাওয়াই, আজমান কোট এর উর্ধতন কর্মকর্তা নাছের মোহাম্মদ সুলতান আল আজম, সিকিউরিটি ডিপার্টমেন্ট কর্মকর্তা সেইফ, বাংলাদেশ বিজনেস কাউন্সেলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান শ্রী অনুকুল রাম।

এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলার কিরীটি চাকমা, প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান, অছ্কার আলী, রেজাউল করিম, আলী একবার, সরাফ উদ্দিন, হালাল উদ্দিন, আরিফ মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, মোহাম্মদ মজির উদ্দিন আব্দুল খালেক, আব্দুল মালেক, সেলিম ব্যাপারী, সতীর আলী, মইনুল হক, রফিক আহাম্মেদ, মোহাম্মদ ইসমাইল গনি চোধুরী, কাজী মোহাম্মদ আলী, আনসারুল হক আনসার, মীর আহাম্মদ, মাজারুল ইসলাম, মাহবুব, মৌলানা আবদু সালাম।
পরে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সন্মাননা প্রদান করা হয় ।f

৪২ thoughts on “‘আমিরাতে ভিসা খোলার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *