ঢাকা: নির্বাচন শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ৬০টি ভোটকেন্দ্র সরকারদলীয়রা দখলে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এর মধ্যে গাজীপুর, হবিগঞ্জ ও ভোলায় ১৮টি কেন্দ্রের কথা উল্লেখ করা হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর কিছুক্ষণ পরই বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যান। নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের কাছে তারা দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল ও হামলার অভিযোগ জানান।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ইসিতে যান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট শুরুর আড়াইঘণ্টার মধ্যে সরকারদলীয়রা ৬০টি ভোটকেন্দ্র দখল করেছে। আড়াই ঘণ্টার মধ্যেই এই যদি নমুনা হয়, আমাদের শঙ্কা, ভোট শেষ হওয়ার আগেই সরকারদলীয়রা লুণ্ঠনের মাধ্যমের আরেকটি প্রহসনের নির্বাচন উপহার দেবে।’
‘ভোট শুরু হয়েছে ৮টায়। কিন্তু এ সময় নির্বাচন কমিশনে একজন কমিশনার (শাহ নেওয়াজ) ছাড়া আর কাউকে দেখা যায়নি। তারা সবাই ৯টার পর এসেছেন। তা হলে তারা কীভাবে ভোট পর্যবেক্ষণ করছে?’ সিইসির কাছে প্রশ্ন করেন তিনি।
ড. ওসমান বলেন, ‘আমাদের অভিযোগগুলো নির্বাচন কমিশনার শাহ নেওয়াজকে জানিয়েছি। তিনি এখান থেকে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন করছেন। কিন্তু আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী অসহায়। ফোন করেও কাজ হচ্ছে না।’
তবে বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে বলে জানান ড. ওসমান। বলেন, ‘কোনো অবস্থাতেই ভোট বর্জন করবে না বিএনপি।’
এ সময় ড্যাবের সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ ও মাসুদ তালুকদার উপস্থিত ছিলেন।
Moin Ahmed liked this on Facebook.
Amir Hossain liked this on Facebook.
Mohamin Sheik liked this on Facebook.