কর্মসংস্থানের অভাবেই দেশে এত সাংবাদিক

দেশে কর্মসংস্থান নেই বলেই লোকজন সাংবাদিকতা পেশায় আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের তোপের মুখে পড়েন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান।

গত ২২ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ অভিযোগ করে বলেন, পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দলটির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে কোথাও-কারো সংঘর্ষ হচ্ছে না। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, এতগুলো সাংবাদিক। কোথাও যদি একটা খড়কুটা পড়ে, আপনারা সেটা লিখে ফেলেন। আগে কিন্তু এতগুলা মিডিয়াও ছিল না, সাংবাদিকও ছিল না। এত খবর মানুষ জানতেও পারত না।’

সাংবাদিকদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, ‘আমাদের দেশ একটি ছোট দেশ। আমি হিসাব করে দেখেছি, এখানে ৪০টা ইলেকট্রনিক মিডিয়া। যেখানে ১০-১৫টা হলেই যথেষ্ট ছিল, আজ সেখানে ৪০টা। আপনাদের এখন সংবাদ চোখে পড়তে হয় না, আপনারা খুঁজে খুঁজে নিউজ বের করেন। প্রতিটি এলাকায় আপনাদের করেসপন্ডেন্ট আছে।’

‘এখন তথ্যপ্রযুক্তির আধুনিক যুগ। তার কিছু খারাপ দিকও আছে, আবার ভালো দিকও আছে। আপনারা কিছু মনে কইরেন না। আমাদের দেশে কর্মসংস্থান নাই বলে এই দশা হচ্ছে। যদি আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা থাকত, তাহলে আপনারা এ পেশায় আসতেন না। আমি এটা বুঝি’, যোগ করেন রওশন।

ওই সময় রওশন এরশাদের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। তাঁদের তোপের মুখে বিরোধীদলীয় নেতা বলেন, ‘না না, আমি বলতেছি কী শোনেন। সাংবাদিকতা ভালো…নোবেল জব। আমি আপনাদের ডিসকারেজ করছি না। কারণ, আমাদের ছেলে-পেলেরা ভালো চাকরি না পেয়ে বিপথে যাচ্ছে, ড্রাগ খাচ্ছে। আপনারা যে কয়জন সাংবাদিক আছেন, অনেক ভালো করছেন। অনেক আননোটিস (অগোচরে থাকা) বিষয় উঠে আসছে।’

তবে সংবাদ সম্মেলনের একপর্যায়ে রওশন এরশাদের কাছে একটি প্রশ্ন করেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক। জবাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘তুমি বেশি প্যাঁচাও। অনেক সিনিয়র হয়ে গেছ তো। তাই তুমি বেশি প্যাঁচাও।’

১১ thoughts on “কর্মসংস্থানের অভাবেই দেশে এত সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *