নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রী নিত্য শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন জানিয়েছেন, মি. হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলায় অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।
১১ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত ৩রা অক্টোবর নিত্য শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বর্তমানে তারা উভয়েই জামিনে রয়েছেন।
পুলিশ বলছে, তথ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তারা মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে গত ৬ই সেপ্টেম্বরে পল্লবীর কালশী থেকে মারাত্মক আহত অবস্থায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধার করে পুলিশ।

One thought on “নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *