অপরিশোধিত জ্বালানি তেলের অব্যাহত দরপতনের ফলে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে এবছরের বাজেট ঘাটতি ৯ হাজার ৮ শ’ কোটি ডলারে গিয়ে ঠেকেছে।
রাজা সালমানের অধীনে প্রথম বাজেটে আশার বিপরীতে ১৫ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে, যেখানে ব্যয় হয়েছে ধারণার চেয়ে ১৩ শতাংশ বেশি।
সৌদি আরব বলছে দেশটির বিশালাকায় বাজেট ঘাটতি মোকাবেলার লক্ষ্যে জ্বালানী তেল সহ অন্যান্য নিয়মিত নাগরিক সেবার উপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেবে।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হচ্ছে কোনও কোনও পণ্যের ক্ষেত্রে পেট্রোলের দাম শতকরা ৫০ ভাগ পর্যন্ত বাড়বে, যদিও বিশ্লেষকদের মতে তাতেও এই মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তাই থাকবে।
দেশটিতে ডিজেল, বিদ্যুৎ এবং পানির দামও বাড়বে।
রাজা সালমান বলেছেন, এই বাজেটটি ঘাটতির কারণ “তেলের দরপতন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং পার্শ্ববর্তী কিছু দেশে অস্থিরতা।”
Rizwan Mahmud liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Emon Alam liked this on Facebook.