ব্লগার রাজীব হত্যা মামলার রায় ৩১ ডিসেম্বর

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা আলোচিত ব্লগার রাজীব হয়দার শোভন হত্যা মামলার রায় ঘোষণার জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন এর বিচারক সাঈদ আহমেদ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তের হামলায় নিহত হন রাজীব। ওই ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।

এরপর ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৫৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। এর মধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার ৮ আসামি হলেন— নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)। এদের মধ্যে রানা পলাতক রয়েছেন। অন্য আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

২ thoughts on “ব্লগার রাজীব হত্যা মামলার রায় ৩১ ডিসেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *