আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে অভয় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালেয়ে নিজ কক্ষে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ভোটারদের আশ্বস্ত করতে চাই, আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি। কাজেই ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কোনো সমস্যা হবে না।’
শাহ নেওয়াজ বলেন, ‘এখন পর্যন্ত যে খবর পেয়েছি, তাতে আমরা অন্তত আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে। আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। যারা দায়িত্বে অবহেলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অব্যবস্থাপনা বা অনিয়ম হলে যেন তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা হয় সে নির্দেশনা দেওয়া আছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছেছে। ভোটের আগের রাতে কেন্দ্রে কেন্দ্রে তা পৌঁছে যাবে।’
তিনি আর বলেন, ‘আজ (সোমবার) রাত ১২টার পর সব ধরনের প্রচারণা বন্ধ। ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। এ ছাড়া বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছি। যারা ভোটার না তাদের আমরা এলাকা ছাড়তে বলেছি।’
দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘যারা যে এলাকার ভোটার, তারা সেখানে থাকবেন। আর যারা বহিরাগত তারা নির্বাচনী এলাকা ছেড়ে যাবেন। কোনো পজিশন ছাড়াই বলছি।’
বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দল যারা থাকবে, তারা অভিযোগ করবে, এটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা যেগুলো বাস্তবসম্মত সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
MD Uzzol Baruniya liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.