বিসিবিতে অন্য এক শাহাদাত

ঢাকা: মাস তিনেক আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ গোটা ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার শাহাদাত হোসেন রাজিবকে নিয়ে ছি ছি পড়ে যায়। গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের ঘটনায় ডানহাতি পেসারকে ধিক্কার জানিয়েছিল দেশের সর্বস্তরের জনগণ। মাস দুয়েক কারাবাসের পর গত ৮ ডিসেম্বর জামিনে মুক্তি পান শাহাদাত।

জামিনে মুক্তির পর শনিবার প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন জাতীয় দলের এই ডানহাতি পেসার। এদিন বেলা ১২টার দিকে স্টেডিয়াম এলাকা ত্যাগও করেন তিনি। তখন স্টেডিয়ামে উপস্থিত থাকা সংবাদ কর্মীরা অনুরোধ করলেও কোনোরকম কথা বলতে রাজী হননি শাহাদাত।

এরআগে স্টেডিয়াম এলাকায় আসলেই অন্তত দু-চার জনের ‘হাই হ্যালো’পেতেন এই ডানহাতি পেসার। ওই সময় তার চাল-চলনেও থাকতো স্বাবলীল ভাব। কিন্তু শনিবার শাহাদাতকে দেখা গেল অন্য রূপে। অনেকটা ভাঙ্গা মন নিয়ে একাকী চলছিলেন। একটা সময় বিসিবির প্রধান গেটে থাকা নিরাপত্তা রক্ষীরাও শাহাদাতের দিকে দৃষ্টিও দেননি। তবে এদিন শাহাদাতের সঙ্গী অবশ্য একজন ছিলেন। সঙ্গীসহ সিএনজি যোগে দ্রুতই স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬ টি২০ ম্যাচ খেলা শাহাদাতের বিসিবিতে আসার কারণটাও ছিল ক্রিকেটীয় বিষয়। বিসিবির এক কর্তা-ব্যক্তি বলেন, ‘মেডিকেল বিভাগে এসেছিল শাহাদাত। রিহ্যাব শুরু করেছে ও (শাহাদাত)। যদিও সে হাঁটুর অপারেশনের পর রিহ্যাব শেষ করতে পারেনি। তাই এখন রিহ্যাব আবার শুরু করতে যাচ্ছে।’

উল্লেখ্য, গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে হাঁটুতে চোট পেয়েছিলেন শাহাদাত। চোট সারতে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচারও হয়েছিল তার হাঁটুতে। কিন্তু অপারেশনের পর রিহ্যাব শেষ করার আগেই গৃহকর্মী নির্যাতনের মামলায় অভিযুক্ত হন তিনি।

২ thoughts on “বিসিবিতে অন্য এক শাহাদাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *