বিএনপির প্রচারণায় আ.লীগের হামলা

বাঘার আড়ানী পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শিক্ষক নজরুল ইসলামের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার পিয়াদাপাড়া গ্রামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোক্তার হোসেনের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় যান বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামের কর্মী-সমর্থকরা। প্রচারণা শেষে আড়ানী বাজারে ফেরার সময় আওয়ামী লীগ প্রার্থী মোক্তার হোসেনের ছেলে রাজু, আলাউদ্দিন, মাসুদ, জিয়া ও আলাসহ ১০-১৫ জন পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাচ্চু, শাহিনুর, নাইম, রকি ও পলাশসহ পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে বাচ্চু ও শাহিনুরকে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নজরুল ইসলাম জানান, যারা হামলা করেছে তাদের সবাইকে চেনা সম্ভব হয়নি। তবে হামলাকারীরা মোক্তার হোসেনের সমর্থক বলে শুনেছেন তিনি।

তবে আওয়ামী লীগ প্রার্থী মোক্তার হোসেনের জানান, তিনি এ বিষয়ে এখনও কিছু তিনি জানেন না। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

৩ thoughts on “বিএনপির প্রচারণায় আ.লীগের হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *