বাংলাদেশের বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণ, একজন নিহত

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী জেলার বাগমারার এক মসজিদে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঐ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে খবর দিয়েছে।
রাজশাহীর পুলিশ সুপার নিসারুল আরিফ বিবিসিকে বলেছেন, রাজশাহী শহর থেকে ৫২ কিলোমিটার দূরে বাগমারার মসমল নামক জায়গার একটি মসজিদে জুমার নামাজের ঠিক পরে ঐ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই একজন মারা যান, আর আহত হন কয়েকজন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে মি. আরিফ জানান, মসজিদটি মূলত আহলে হাদিস গোষ্ঠীর সদস্যরা ব্যবহার করেন।
তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন, এটি আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ।
আহমদিয়া মুসলিম জামাতের একজন নেতা আহমদ তাফসির চৌধুরী বিবিসিকে নিশ্চিত করেছেন যে বাগমারার মসজিদটি তাদের সদস্যরাই ব্যবহার করেন।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শুক্রবারেও বাংলাদেশে মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছিল।
সেদিন চট্টগ্রামে ইশা খা নৌঘাটির মধ্যে দুটো মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ ঘটে এবং তাতে ছয়জন আহত হন।
পুলিশ একে গ্রেনেড হামলা বললেও প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয় যে মসজিদে ককটেল বিস্ফোরণ ঘটেছিল।

৩ thoughts on “বাংলাদেশের বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণ, একজন নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *