বাংলাদেশের চোর, ডাকাত, খুনী ও ধর্ষকদের ইজ্বত আছে। তারা মিথ্যা কথা বলেই খায়। তবে কেউ যদি বলে “এটা মিথ্যা কথা ছিল” তাহলেই ওদের মান সন্মান সব ধুলোতে মিলিয়ে যায়। প্রসংগ ১৯৭১ এর শহীদের সংখ্যা। শহীদের সংখ্যা বিভ্রাট নিয়ে দ্যা গার্ডিয়ান পত্রিকাতে একটি লেখা প্রকাশিত হয় ২৪শে মে, ২০১১ সালে। ইয়েন জ্যাক লিখেছে বাংলাদেশের গনহত্যা ও মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের শহীদের সংখ্যা নিয়ে বিভ্রাটের কথা। সেজন্য ইয়েন জ্যাককে কেউ উকিলের নোটীশ পাঠায় নাই। তবে একই কথা খালেদা জিয়া যখন বলে তখন খালেদা জিয়াকে উকিলের নোটীশ পাঠানো হয়। বলা হয় খালেদা জিয়াকে মাফ চাইতে হবে কেন তিনি মিথ্যা বানোয়াট কথাকে মিথ্যা বললেন ?
বাসায় এসে পুলিশে গুলি করে মানুষ হত্যা করলে এই পুলিশের বিরুদ্ধে কোন মামলা হয়না। পুলিশের বিচার হয়না। কিন্তু মিথ্যা কথাকে মিথ্যা বললে মিথ্যুকদের মান সন্মান ধুলাতে মিশে যায়। আসলে ওদের মান সন্মান সব কিছু ধুলা থেকেই উঠে এসেছে, মিথ্যাকে মিথ্যা বলার পর মানসন্মান যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে। এটা স্বাভাবিক ব্যাপার। সাংবাদিক সিরাজুর রহমান প্রথম শেখ মুজিবের সাথে মিলিত হন লন্ডনে ১৯৭২ সালের ৮ই জানুয়ারী। ভারতের হাইকমিশন শেখ মুজিবকে পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে নেবার পথে লন্ডনে অনুষ্টিত সাংবাদিক সন্মেলনে । শেখ মুজিব বিস্মিত হয় যখন তাকে বলা হয় ~বাংলাদেশ স্বাধিন হয়েছে এবং ভারত তাকে বাংলাদেশের রাস্ট্রপ্রধান হিসাবে মনোনিত করেছে। শেখ মুজিব ভাবতেই পারেনি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হবে। শেখ মুজিব ভেবেছিল হানাদার বাহিনী কিছু মানুষ মেরে তারপর চুপচাপ শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। কিন্তু ভারত যখন মুজিবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে সেটা শেখ মুজিব বিশ্বাস করতে পারেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন পূরণ হয়ে এখন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ যেন সোনায় সোহাগা। এত সুখ সইবো কেমনে। আহা। সিরাজুর রহমান তারপরে মুক্তিযুদ্ধের পুরা ঘটনা শেখ মুজিবকে জ্ঞাত করেন। তিনি শেখ মুজিবকে জানান যে গণহত্যা ও মুক্তিযূদ্ধে শহীদের কোন সঠীক তথ্য জানা নেই তবে বিভিন্ন লেখা থেকে জানা যায় ১৯৭১ সালের গনহত্যা ও মুক্তিযুদ্ধে ৩০০,০০০ মানুষ শহীদ হয়েছে। এর পর ছিল সিরাজুর রহমানের বিস্মিত হবার পালা যখন ডেভিড ফ্রস্টের সাথে নেওয়া স্বাক্ষাতকারে শেখ মুজিব বলে থ্রী মিলিয়ন অফ মাই পিপল কিল্ড বাই পাকিস্তানী। সিরাজুর রহমান জানেন না শেখ মুজিব লাখ কে মিলিয়ন মনে করেছিলেন কিনা।
Shah Nawaz liked this on Facebook.
Mohammed Rakib liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.