সৌদিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবক কুমিল্লার

সৌদি আরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবক কুমিল্লার বাসিন্দা। তার নাম আব্দুল হালিম। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের রেনু মিয়ার ছেলে। সৌদি আরবের রিয়াদে বাতহা জামাল কর্মাশিয়াল মার্কেটে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, আব্দুল হালিম ও তার চার বন্ধু এশার নামাজ পড়ে বাসায় ফিরছিল। তখন তারা লক্ষ্য করে যে একদল ছিনতাইকারী ওই মার্কেটের এক মোবাইল দোকান থেকে মোবাইল ছিনতাই করছে। এসময় আব্দুল হালিম ও তার চার বন্ধু ছিনতাই কাজে বাধা দিলে ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল হালিম মারা যান। বাকীরা আহত হন। আহতরা হচ্ছেন কুমিল্লার মোতালেব, ফেনীর নজরুল, জসিম উদ্দিন ও ঢাকার ইকবাল।

নিহতের বাবা রেনু মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যেন ছেলের লাশটা দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়।

৪ thoughts on “সৌদিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবক কুমিল্লার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *