এক সময় বলিউডে নিজের উপস্থিতির মধ্যে দিয়ে পর্দা কাঁপিয়েছেন অভিনেত্রী জয়াপ্রদা। বিশেষ করে আশির দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকভাবে কয়েকটি ছবিতে অভিনয় করে সর্বোচ্চ সফলতা পান তিনি। পাশাপাশি তেলেগু ও তামিল ছবিতেও তিনি ছিলেন সরব। তবে ১৯৯৪ সালে ৩২ বছর বয়সে জয়াপ্রদা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরপর থেকে আর নিয়মিত অভিনয়ে পাওয়া যায়নি তাকে। বলিউড ছেড়ে রাজনীতির মাঠ গরমে উঠেপড়ে লাগেন তিনি।
সর্বশেষ ২০০৬ সালে একটি বলিউড ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর মারাঠি ও তামিল ছবিতে অভিনয় করলেও বলিউডে অভিনয় করা হয়নি জয়াপ্রদার। তবে নতুন খবর হলো এবার ১০ বছর পর বলিউডে আবারও ফিরছেন এ জনপ্রিয় অভিনেত্রী। শুধু তাই নয়, এখন থেকে নিয়মিত বলিউড ছবিতে অভিনয় করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেজন্যই নিজের শারীরিক সৌন্দর্য ফেরাতে উঠে পড়ে লেগেছেন জয়াপ্রদা। গত কয়েক মাসে নিজের ওজন কমিয়েছেন ১২ কেজি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। আর সেটা কেবলই বলিউডে ফেরার জন্যই। নতুন বছরে নিজের প্রযোজনার একটি বড় বাজেটের ছবির মাধ্যমে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে খোলাসা করেননি তিনি। চমক হিসেবেই বিষয়টিকে রাখতে চান জয়াপ্রদা।
এদিকে ১২ বছর পর বলিউডে ফেরা সম্পর্কে জয়াপ্রদা বলেন, সংখ্যার বিচারে আমি হয়তো ১০ বছর নেই। কিন্তু মূলত আমি বলিউড ছাড়ি ১৯৯৪ সালে। এরপর বিচ্ছিন্নভাবে যেগুলোতে কাজ করেছি, সেগুলো কেবলই অনুরোধের ঢেঁকি ছিল। তবে এ পর্যায়ে এসে হঠাৎ করে উপলব্ধি করলাম যে অভিনেত্রী জয়াপ্রদাকে ছাড়িয়ে যাচ্ছে রাজনীতিবিদ জয়াপ্রদা। কিন্তু এটা আমি কখনই চাইনি। সেই উপলব্ধি থেকেই আসলে আবারও বলিউডে নিয়মিত কাজ করতে যাচ্ছি। নতুন বছরেই আমার ভক্তদের জন্য চমক নিয়ে আসছি।
Shafiqur Rahman Munna liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.