বয়স মাত্র ১৪। রোগা চেহারায় মাথাটাই বিরাট। চোখে মুখে বৃদ্ধের আদল। না! ‘পা’-এ অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রটির কথা বলছি না। ইনি নিহাল বিটলা। বাস্তবের ‘পা’। কঠিন জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত। কিন্তু ২০০৭-এ বদলে গিয়েছিল তার জীবন। সে বছরই মুক্তি পেয়েছিল আমির খানের ‘তারে জামিন পর’। সেই থেকে ওই ছবিই নিহালের বাঁচার অক্সিজেন।
সম্প্রতি নিহালের স্বপ্নপূরণ হল। কারণ তার স্বপ্নের নায়ক হাজির হয়েছিলেন বাড়িতে। আমির গিয়ে যেন বদলে দিয়েছেন নিহালের দৈনন্দিন জীবন। ‘পিকে’র নায়ক জড়িয়ে ধরতেই আনন্দে কেঁদে ফেলে সে। অসুস্থ অবস্থাতেও আমিরকে একটি গণেশের ছবি এঁকে উপহারও দিয়েছে নিহাল।
কয়েক বছর আগেই ফেসবুক থেকে নিহালের কথা জানতে পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। জানতে পারেন অগণিত ভক্তের মধ্যেও নিহাল কোথাও আলাদা। তখন থেকেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে উত্সাহ দিতে চেয়েছিলেন। এত দিনে সত্যি হল নায়কের সে ইচ্ছেও।
স্বপ্ন সত্যি হওয়ার পর কী বলছে নিহাল? ফেসবুকে সে জানিয়েছে, ‘‘আমির আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আমি জানতাম ঠিক একদিন আমাদের দেখা হবে। তোমার অটোগ্রাফটা আমি যত্ন করে রেখে দেব। আর আমার আঁকা গণেশটা তুমি রাখবে তো?’’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Rocky Khan Rocky liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.
Tania Chowdhury liked this on Facebook.
Osman Osman liked this on Facebook.
Sohel Khalasi liked this on Facebook.
Sayed Monir Ahamed liked this on Facebook.
Md Dider liked this on Facebook.