‘এবার ডাইরেক্ট অ্যাকশন’

ঢাকা: এখন আর সতর্ক করে চিঠি দেওয়া হবে না, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন।

শাহ নেওয়াজ বলেন, মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিযুক্ত রয়েছেন। এখন থেকে আর কাউকে চিঠি দিয়ে সতর্ক করা হবে না। যে-ই আচরণবিধি লঙ্ঘন করবে, তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত প্রায় ৭০ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বলেছিল নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তারা এ অভিযোগগুলোর অধিকাংশেরই কোনো তদন্ত প্রতিবেদন ইসিতে পাঠাননি। যেসব প্রতিবেদন পাঠানো হয়েছে সেসবে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

এই অবস্থায় ইসি শাহ নেওয়াজ প্রার্থী এবং প্রার্থীর পক্ষের ব্যক্তিদের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৯২০ জনের মতো মেয়র প্রার্থী এবং ১১ হাজার ১০০ জনের মতো কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত মন্ত্রী-এমপিদের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে।

৫ thoughts on “‘এবার ডাইরেক্ট অ্যাকশন’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *