দিল্লি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, বিএসএফের ৩ কর্মকর্তাসহ নিহত ১০

দিল্লি বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১০ আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। নিহতদের মধ্যে তিনজন বিএসএফ কর্মকর্তা এবং সাতজন টেকনিশয়ান। আজ মঙ্গলবার দ্বরকা ৮ নম্বর সেক্টরের বগদোলা গ্রামে স্থানীয় সময় সকাল ১০টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) বিমানটি বিধ্বস্ত হয় বলে দিল্লি ফায়ার সার্ভিস সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিএসএফ সূত্রের বরাত দিয়ে খবরে আরও জানানো হয়, বিমানটি স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে উড্ডয়ন করে। এর কিছু পরই নিকটবর্তী একটি দেয়ালে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৫টি ইঞ্জিন পৌঁছেছে বলেও জানানো হয়েছে খবরে।

One thought on “দিল্লি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, বিএসএফের ৩ কর্মকর্তাসহ নিহত ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *