ইতিসালাত নিয়ে এল নন-স্টপ ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক : ওয়াসেল প্রিপেইড গ্রাহকদের জন্য ইতিসালাত নন-স্টপ ডেইলি ডেটা প্লান ঘোষণা করল। ইন্টারনেট স্পিডের ওপর ভিত্তি করে চালু করা এই ডেটা প্লানে ৩টি থেকে একটিকে বেছে নিতে হবে। আমিরাতে এ ধরনের অফার ঘোষণা এই প্রথম ইতিসালাত করল। ইতিসালাতের হোম ইন্টারনেট সেবার মতো এই অফারে নেটের গতি অনুযায়ী চার্জ কাটা হবে, দিনভিত্তিক নয়। ফলে এখন থেকে ওয়াসেল প্রিপেইড গ্রাহকরা পাবেন আনলিমিটেড ইন্টারনেট সেবা। সারা দিনব্যাপী নেট ব্যবহারের সুযোগ পাবে।

ইতিসালাতের প্রধান কনজ্যুমার কর্মকর্তা খালেদ আল খাউলি বলেন, ইতিসালাতের নতুন এই নন-স্টপ প্লান গ্রাহকদের দিনভর দেবে ঝামেলামুক্ত ইন্টারনেট সেবা। তুলনামূলক অসচ্ছল গ্রাহকদের জন্য প্যাকেজটি প্রথমবারের মতো এই সুযোগ এনে দিচ্ছে। এটা ব্যবহার করা তুলনামূলকভাবে অনেক সহজ। ব্যক্তির প্রয়োজনমাফিক বিভিন্ন গতির ইন্টারনেট বেছে নিতে সক্ষম হবে। আমরা নিশ্চিত, নতুন প্যাকেজটি প্রিপেইড গ্রাহক শ্রেণীর চাহিদা পূরণ করবে।

৪ thoughts on “ইতিসালাত নিয়ে এল নন-স্টপ ইন্টারনেট সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *