ইউ এ ইতে বাংলাদেশের ভিসা চালুর ক্ষেত্রে নতুন মাইলফলক উম্মোচিত হল

জাহাঙ্গীর কবীর বাপপি: আজ সোমবার বিকেলে ঢাকার গুলশানে ইউ এ ই ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের বাইরে এ ধরণের চতুর্থ ভিসা সেন্টার। অত্যাধুনিক এ সেন্টার বাংলাদেশ হতে ইউ এ ইতে যেতে ইচ্ছুকদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে সহজ, ও দ্রুত করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এম পি এক ফেইসবুক বারতায় বলেছেন ” একমাত্র ইউ এ ইতে সীমিতভাবে ইস্যু হওয়া ছাড়া বিশ্বের সবগুলো দেশের সাথে আমাদের ভিসা চালু আছে। আমরা ইউ এ ই’র ভিসা পুরোপুরি চালু করার জন্য কাজ করছি।”

এই ভিসা সেন্টার প্রতিষ্ঠাকে অভিজ্ঞ মহল ইউ এ ইতে পুনরায় বাংলাদেশীদের জন্য ভিসা চালু হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

১০৭ thoughts on “ইউ এ ইতে বাংলাদেশের ভিসা চালুর ক্ষেত্রে নতুন মাইলফলক উম্মোচিত হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *