দেশে গত ৫ বছরে গড় আয়ু বেড়েছে ৩ বছর

ঢাকা: দেশে বিগত পাঁচ বছরে মানুষের গড় আয়ু বেড়েছে তিন বছর। ২০১০ সালে গড় আয়ু ছিলো ৬৭ দশমিক ৭ বছর, ২০১৪ সালে যা বেড়ে হয়েছে ৭০ দশমিক ৭ বছর। সেইসঙ্গে পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বৃদ্ধি পেয়েছে।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিপোর্ট অন বাংলাদেশ সেম্পল ভাইটাল স্ট্রাটেজিক- ২০১৪ : মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্রাটেজিক অব বাংলাদেশ প্রজেক্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে পুরুষের গড় আয়ু ছিলো ৬৬ দশমিক ৬ বছর। ২০১৪ সালে যা বেড়ে হয়েছে ৬৯ দশমিক ১ বছর। অন্য দিকে নারীদের গড় আয়ু ৬৮ দশমিক ৮ বছর থেকে বৃদ্ধি পেয়ে ৭১ দশমিক ৬ বছর হয়েছে।

প্রতিবেদন থেকে আরো জানা যায়, দেশে মাতৃমৃত্যুর হার পূর্বের তুলনায় কমেছে। ২০১০ সালে যা ছিলো ২ দশমিক ১৬ শতাংশ, ২০১৪ তে সেটি হয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে মৃত্যুর হার বেশি বলেও জানানো হয়েছে সেই প্রতিবেদনে।

সারা দেশের দেড় হাজার এলাকার তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ১ লাখ ৬০ হাজার ৮৩৯টি পরিবারের (খানা) তথ্য যাচাই করে প্রতিবেদটি তৈরি করা হয়েছে।

৩ thoughts on “দেশে গত ৫ বছরে গড় আয়ু বেড়েছে ৩ বছর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *