ঢাকা: দেশে বিগত পাঁচ বছরে মানুষের গড় আয়ু বেড়েছে তিন বছর। ২০১০ সালে গড় আয়ু ছিলো ৬৭ দশমিক ৭ বছর, ২০১৪ সালে যা বেড়ে হয়েছে ৭০ দশমিক ৭ বছর। সেইসঙ্গে পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বৃদ্ধি পেয়েছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিপোর্ট অন বাংলাদেশ সেম্পল ভাইটাল স্ট্রাটেজিক- ২০১৪ : মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্রাটেজিক অব বাংলাদেশ প্রজেক্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে পুরুষের গড় আয়ু ছিলো ৬৬ দশমিক ৬ বছর। ২০১৪ সালে যা বেড়ে হয়েছে ৬৯ দশমিক ১ বছর। অন্য দিকে নারীদের গড় আয়ু ৬৮ দশমিক ৮ বছর থেকে বৃদ্ধি পেয়ে ৭১ দশমিক ৬ বছর হয়েছে।
প্রতিবেদন থেকে আরো জানা যায়, দেশে মাতৃমৃত্যুর হার পূর্বের তুলনায় কমেছে। ২০১০ সালে যা ছিলো ২ দশমিক ১৬ শতাংশ, ২০১৪ তে সেটি হয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। শহরের তুলনায় গ্রামাঞ্চলে মৃত্যুর হার বেশি বলেও জানানো হয়েছে সেই প্রতিবেদনে।
সারা দেশের দেড় হাজার এলাকার তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ১ লাখ ৬০ হাজার ৮৩৯টি পরিবারের (খানা) তথ্য যাচাই করে প্রতিবেদটি তৈরি করা হয়েছে।
Asif Siddique liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Alam Choklet Vai liked this on Facebook.