ভালবেসে রিক্সাচালক মকলেচকে বিয়ে করে সংসার শুরু করলেন মার্কিন তরুণী ব্রাউন

রিক্সা চালক মোকলেসের প্রেমে পড়েছে এক আমেরিকার যুবতি। শুধু প্রেম নয় আমেরিকান এই যুবতী ইতিমধ্যে বিয়ে করে ঘর সংসার শুরু করে দিয়েছেন সিলেটের মোকলেসের সাথে।

সুত্রমতে জানা যায়, যে গত আগস্ট মাসে আমেরিকা থেকে ব্রাউন আসেন বাংলাদেশে বেড়াতে, প্রথমে এসে উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে। তারপর ঘুরতে যান সুন্দরবনে, এমন করে বাংলাদেশের অনেক জায়গায় তিনি গিয়েছিলেন কিন্তু মকলেস যে সিলেটে ছিলেন এটা হয়তো ব্রাউনের নিয়তিতে লেখা ছিলো। সিলেটে বেড়তে গিয়ে প্রথমে সিলেটের জিন্দাবাজার এলাকায় মোকলেসের রিক্সায় উঠেন ব্রাউন।

মোকলেস জানান, প্রথমদিনেই ব্রাউন তাকে রিক্সা ভাড়া দেন ৫০ ডলার কিন্তু মোকলেস এটা নেননি। এরপর রিক্সাচালক মোকলেসের সাথে ব্রাউনের শুরু হয় পরিচয় অত:পর প্রেম আর যার পরিণতি আজকের এই বিয়ে। মোকলেস জানান, ব্রাউনের ভাষা প্রথমে তিনি কিছুই বুঝতেন না কিন্তু ইতিমধ্যে অনেক ইংরেজি তিনি শিখে ফেলেছেন আর দিনে দিনে ব্রাউন ও বাংলা ভাষায় যথেষ্ট পারদর্শী হচ্ছেন।

তবে মোকলেস জানান আর কিছু দিন পরেই ব্রাউন তার নিজের দেশে চলে যাবে কিন্তু মোকলেস তার এই প্রিয় সিলেট ছেড়ে কিছুতেই অন্য কোথাও যেতে চান না। মোকলেসকে অবশ্য ব্রাউন কথা দিয়েছেন যে তিনি সাময়িকভাবে আমেরিকা গেলেও আবারো ফিরে আসবেন মোকলেসের কাছে।

১৪ thoughts on “ভালবেসে রিক্সাচালক মকলেচকে বিয়ে করে সংসার শুরু করলেন মার্কিন তরুণী ব্রাউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *