আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় গুলির ঘটনায় ট্রাম্পের দেওয়া বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে টিউলিপ এ দাবি জানান।
প্রতিক্রিয়ায় ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান। এমনকি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি তার দেশে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলেও ঘোষণা দেন।
ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধের দাবি সংক্রান্ত একটি পিটিশনের ব্যাপারে বুধবার (১৬ ডিসেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কের সময় টিউলিপ তার বক্তব্য তুলে ধরেন।
টিউলিপ বলেন, জনগণের ভালো যারা চান না, তাদের প্রবেশ নিষিদ্ধের ব্যাপারে আমাদের দেশে আইন রয়েছে। প্রধানমন্ত্রী কি সবার জন্য এই আইন সমানভাবে প্রয়োগে রাজি আছেন? ধণাঢ্য রাজনীতিকদের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু করা কি আমাদের উচিত হবে?
ওই পিটিশনে ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক স্বাক্ষর করেছেন। প্রসঙ্গত, যুক্তরাজ্যের মোট জনসংখ্যার পাঁচ শতাংশই মুসলিম।
ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তৃতার পর টেলিভিশন চ্যানেল ‘নিউজ ফোর’ এর সঙ্গেও এ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করেন টিউলিপ সিদ্দিক।
সংসদে টিউলিপের বক্তব্যের জবাবে ক্যামেরন বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু বিভেদ সৃষ্টিকারীই নয়, সেই সঙ্গে অর্থহীন এবং ভুলও। আমি তার (টিউলিপ) সঙ্গে একমত। যারা মৌলবাদকে উসকে দেয় তাদের ত্যাগ করাই উচিত। তবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমি একমত হতে পারছি না।
এদিকে ট্রাম্পের বক্তব্যের পর থেকেই বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। নিজ দলেও তিনি সমালোচিত হন। আর হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের এ দাবিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তাকে নির্বাচনের অযোগ্য বলে মন্তব্য করা হয়।
টিউলিপের বক্তব্যের ভিডিও:
Laltu Hossain liked this on Facebook.
Moin Khan liked this on Facebook.
গাজী মোতালেব liked this on Facebook.
Jannatul Ferdaous Hanna liked this on Facebook.
Imran Hosain liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Monir Rome liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.