ঢাকা: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের মহা আনন্দের দিন। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে একাত্তরের এই দিনে মুক্তিকামী বীর বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতার শহীদদের স্মরণ করছে জাতি।
রাজধানীর পুরাতন বিমান বন্দরের রানওয়েতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। সকাল ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর এক মিনিট নিরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দলও শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়।
রাষ্ট্রীয় সম্মান জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে আরও একবার শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এরপর ক্রমান্বয়ে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, অন্যান্য বিচারপতি ও কূটনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা জানান।
ভোর ৬টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। পরে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।
Amra akti sikhito jati chai.je jati murtir samne .kono pilarer samne mathanoto korbena .
বাংলাদেশ সরকার বলতেছে মউলানা সাঈদী রাজাকার ।
উনি যদি রাজাকার হন তাহলে রাজাকারের পুত্র জনাব মাসুদ সাঈদী
বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহন করছেন কেন ?
রাজাকারের পুত্রের এত সম্মান কেন ?
ছবি = সংগৃহীত
Zohurul Haq liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Johorul Islam liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.
Reaz Uddin liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.