মহান বিজয়ের মাসে সম্মানি ভাতা থেকে বঞ্চিত হয়েছেন বান্দরবানের ৯৭ জন মুক্তিযোদ্ধা। এজন্য জেলা প্রশাসনের অবহেলা ও গাফিলতিকেই দায়ী করেছেন তারা।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, গত তিন মাস ধরে বান্দরবানের কোনো মুক্তিযোদ্ধা ভাতা পাননি। বিজয় দিবসের আগে বকেয়াসহ সব ভাতা প্রদান করার জন্য টাকা ছাড় দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু জেলা প্রশাসক কার্যালয় থেকে ফাইল বিলম্ব করে গত ১৩ ডিসেম্বর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। এই সময়ের মধ্যে কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে এবং আর কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে না থাকায় ভাতার কাজে কোনো অগ্রগতি হয়নি। ফলে ১৫ ডিসেম্বর পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা ভাতা পাননি।
এ ব্যাপারে বান্দরবানের মুক্তিযোদ্ধা জুলফিকার আলী, সেলিম আহাম্মদ চৌধুরী, রামধন নাথ ও মাহফুজুর রহমান কাদেরী জানান, ভাতা সংক্রান্ত ফাইল সম্পাদন করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের দ্বীনেশ দাস নামে এক কর্মচারী মুক্তিযোদ্ধাদের কাছ থেকে উৎকোচ দাবি করেন। তার চাহিদা মত উৎকোচ দিতে না পারায় বিজয়ের এই মাসে মুক্তিযোদ্ধারা ভাতা পাননি।
এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী দ্বীনেশ দাসের শাস্তির দাবি করেছেন।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান জানান, প্রশাসনের গাফিলতির কারণে বিজয় দিবসের পূর্বে মুক্তিযোদ্ধাদের ভাতা না পাওয়া দুঃখজনক। তাই বিজয়ের এই মাসে বান্দরবানে কোনো মুক্তিযোদ্ধার মনে আনন্দ নেই।
Rizwan Mahmud liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.