নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়া রেলস্টেশনের কাছাকাছি ট্রেন থামিয়ে মা ও শিশু ছেলেকে প্রাণে রক্ষা করলেন ট্রেনচালক। সোমবার বিকেলে চার বছরের শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন ওই নারী।
রক্ষা পাওয়া নারীর নাম জোছনা বেগম (৩২)। তিনি ফতুল্লার হরিহরপাড়ার দুলাল হোসেনের স্ত্রী। সঙ্গে থাকা চার বছরের ছেলের নাম জাবির হোসেন।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম খান জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকাগামী ট্রেন চাষাঢ়া রেলস্টেশনের সিগন্যাল পার হওয়ার সময় ছেলেকে কোলে নিয়ে জোছনা বেগম ঝাঁপ দেন। দূর থেকে বিষয়টি দেখে ট্রেন থামিয়ে ফেলেন চালক গোলাম কিবরিয়া। পরে দু’জনকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পারিবারিক কলহের জের ধরেই জোছনা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
তোমার ভালবাসা চাই liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Raju Ahammed liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.
Khalifa Sohel liked this on Facebook.