ফেসবুকে দেশের রাজার ছবি বিকৃত করে শেয়ার করায় গ্রেফতার হয়েছেন থাইল্যান্ডের এক যুবক। সামরিক আদালতে তার ৩২ বছর পর্যন্ত জেল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
জানা গেছে, থাইল্যাল্ডের রাজা ৮৮ বছর বয়স্ক ভূমিবল অাদুলাদেজের একটি ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত করে তা ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন থানাকর্ন সিরিপাইবুন নামের এক যুবক। একইসঙ্গে একটি দুর্নীতি কেলেঙ্কারির ইনফোগ্রাফও ফেসবুকে শেয়ার করেন তিনি। এ অপরাধে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে সেনাবাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে। এতে তার ৩২ বছরের দীর্ঘ মেয়াদি কারাদণ্ড হতে পারে।
থাইল্যান্ডের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দেশটির সর্বোচ্চ সম্মানিত রাজাকে অপমান করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তার ১৫ বছরের জেল হতে পারে।
সেনাবাহিনীর আইন কর্মকর্তা কর্নেল বুরিন থংপ্রাপাই বলেন, ‘রাজার বিকৃত ছবি ফেসবুক লাইক ও ৬০৮ জন বন্ধুর সঙ্গে শেয়ার করেছেন থানাকর্ন সিরিপাইবুন। সাইবার ক্রাইম ও রাজাকে অপমানের দায় সে স্বীকার করেছে বলেও জানান এ সেনাকর্মকর্তা।
Sohel Khalasi liked this on Facebook.
Moin Khan liked this on Facebook.
তোমার ভালবাসা চাই liked this on Facebook.
Rizwan Mahmud liked this on Facebook.
Ibrahim Khalil liked this on Facebook.
Halim Hossain liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.