ভাইবার হোয়াটসআপ ইমো স্কাইপি বন্ধে প্রবাসীদের ক্ষোভ

বিগত ২৪দিন থেকে হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুকের মতো মেসেঞ্জার বন্ধ রাখার পর, গতকাল সন্ধ্যায় আবারো ইমো ভাইবার স্কাইপি বন্ধ করে দিয়েছে সরকার। এতে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে নিজ নিজ ওয়ালে। যদিও পরে ফেসবুক খুলে দেয় সরকার।

ভিবিন্য পেজ সহ সর্বত্রে সরকারের নীতিগত সিদ্ধান্তকে অনৈতিক বলে কটাক্ষ করছেন।

খোরশেদ নামের একজন লিখেছেন-
প্রবাসীরা বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা কামায় কিন্তুু সে সেই টাকা কখনো নিজের বিলাসিতায়  জন্য খরচ করেনা,অপচয় করেনা, দুটো টাকা বেশি পাঠানোর জন্য একটা ভালো পোষাক পরেনা। এই টাকা বাচাঁনোর জন্য আমরা প্রবাসীরা ভাইবার,ম্যাসেঞ্জার,ইমো,স্কাইপ ইত্যাদি দিয়ে দেশের স্বজনদের সাথে একটু সাশ্রয়ে কথা বলতাম, কিন্তুু সরকার আজ আমাদের সে পথটাও বন্ধ করে দিলো!
মোঃ হাসান লিখেছেন- বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ৮০,৯০ লক্ষ.বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা যেখানে ইন্টারনেট ফ্রী সেবার মাধ্যমে পুরো বিশ্বকে হাতের মুঠোয় অানার চেষ্টা চালাচ্ছেন,সেখানে বাংলাদেশ সরকার ডিজিটাল দেশ গড়ার অাশা দিয়ে,অাজ সব ধরনের নেট সুবিধা থেকে অামাদের বন্চিত করছেন.বিশেষ করে অামরা যারা বিদেশে অাছি তারা ইন্টারনেট ছাড়া কোন কিছুই কল্পনা করতে পারি না.কারন সুদূর প্রবাস থেকে নিজের গর্ভধারনী মা,ভাই, বোন,নিজের বউ, বাচ্চা সবাইকে একটি বার দেখার জন্য মনটা ছটপট করতো.অার সেই মনকে বুঝ দিতে অামরা প্রবাসীরা ইমো ব্যবহার করতাম.কিন্তু সরকার সেটি ও এখন বন্ধ করে দিয়েছে.তাই সরকার দৃষ্টি অাকার্ষণ করে বলছি,যাদের রেমিটেন্সের টাকা দিয়ে দেশ চলে, তাদের সাথে এরকম ধরনের পদক্ষেপ নেবেন না.সরকারের কাছে অামার একটা প্রশ্ন?অাপনার যদি মাথা ব্যথা করে, তাহলে কি অাপনি মাথা কেটে ফেলবেন? সত্যিই অাপনার সরকার অাসলেই একটা ডিজিটাল।

দেলোয়ার হোসেন লিখেছেন- আমাদের গাম জরানো টাকায় দেশ চলে আমরা নাকি পরিবারের সাথে কথা বলতেও পারবো না হায়রে বাংলাদেশ!

প্রবাসীদের সবচেয়ে প্রিয় স্কাইপি ইমো বন্ধের পর থেকেই অনেকের মাথায় হাত পড়ছেন। দিনরাত খেটে খাওয়া মানুষ গুলো কাজের শেষে পরিজনের সাথে কথা বলার মাধ্যম বন্ধ হওয়াতে, পরিবার গুলো ও হতাশায় ভেঙ্গে পড়েছেন।
এই নিয়ে কেউ কেউ সরকারকে অনুরধ করেছেন, দ্রুত স্কাইপি ভাইবার চালু করে দেওয়ার জন্য।

 

মানিক হোসাইন/প্রবাস/আমিরাত

৩৮ thoughts on “ভাইবার হোয়াটসআপ ইমো স্কাইপি বন্ধে প্রবাসীদের ক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *