ফিল্মের প্রয়োজনে টু পিস পরেছেন। কিন্তু ফটোশুটের জন্য? না, কখনোই এই কাণ্ড করেননি ক্যাটরিনা কাইফ। অথচ এবার খুলে ফেললেন পোশাক। দেখালেন শরীর। উম্মুক্ত হলেন ক্যামেরার সামনে।
একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট ছিল ক্যাটের। ম্যাগাজিন প্রকাশের পর কভারে দেখা গেল, অন্তর্বাসের সঙ্গে কালো জিন্স পরে ছবি তুলেছেন ক্যাট। কভার স্টোরির হেডলাইন, ‘উম্মুক্ত হলেন ক্যাটরিনা’। পাশে কালো অন্তর্বাস আর জিন্সে ক্যাটরিনার ছবি। শুধু কভারেই নয়। ম্যাগাজিনের ভিতরেও একাধিক ছবিতে উম্মুক্ত ক্যাটরিনা। প্রতিটি ছবিই তার যৌন আবেদনে টইটম্বুর।
ক্যাটরিনার এই সাজসজ্জার জন্য ফটোগ্রাফার থেকে মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সব ছিল তার নিজের পছন্দের। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। ছবি তোলার জন্য তিনিই বেছে নিয়েছিলেন ফটোগ্রাফারকে।
Imam Uddin liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.