বানর শিখবে স্কাইপে ব্যবহার!

ঢাকা : আন্তঃপ্রজাতি যোগাযোগের কৌশল উদ্ভাবন নিয়ে উঠেপড়ে লেগেছে বিজ্ঞানীরা। এর মধ্যে যোগ দিলেন ‘জেনেসিস’ সিনেমার সাবেক তারকা পিটার গাব্রিয়েল। ভিডিও ব্যবহারের মাধ্যমে বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণীকে যোগাযোগে অভ্যস্ত করার পরিকল্প করছেন তিনি।

ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমস এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, গাব্রিয়েল বিষয়টি নিয়ে মাঙ্কি ওয়ার্ল্ড রেসকিউ সেন্টার এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে কাজ করবেন।
পিটার গাব্রিয়েল

গাব্রিয়েল খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি নিশ্চিত বানরেরা ভিডিও ক্যামেরা ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ সক্ষম হবে।’

তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পেরেছি, ভাব প্রকাশের একটি সাধারণ মাধ্যম যদি খুঁজে বের করা যায় তাহলে মানুষ এবং অন্যান্য প্রাণী একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’

তবে যাই হোক, গাব্রিয়েলের এ পরিকল্পনা এখনো প্রাথমিক অবস্থায় আছে। এই পরীক্ষণটি ঠিক কোন প্রক্রিয়াতে হবে তা নিয়েও এখনো গবেষণা চলমান।

তবে এ ব্যাপারে তার দক্ষতার প্রমাণ আছে। ২০০১ সালে তিনি বানরকে কম্পিউটারের কি-বোর্ড চালনা শিখিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন।

One thought on “বানর শিখবে স্কাইপে ব্যবহার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *