Thank you Canada!! ৫০,০০০ যুদ্ধকবলিত সিরিয়ানকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা

অনেক দিন পরে মন ভাল হয়ে যাবার মত একটি সুখবর দিচ্ছি। কানাডার সংসদের সকল সদস্যের সন্মতিতে গত বৃহস্পতিবার কানাডাতে এসে পৌঁছুলেন ১৬৩ জন সিরিয়ান।

৫০,০০০ সিরিয়ানকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। রিফুজীদের প্রথম বিমানটি টরেন্টো পিয়ারসন বিমানবন্দরে এসে পৌছুলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অনটারিওর প্রদেশ প্রধান ক্যাথলিন ওয়েন শীত বস্ত্র নিয়ে সবাইকে স্বাগত জানান। সিরিয়ান যুদ্ধকবলিত বসতহীন মানুষদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন,

আজ তারা নিজ ঘরে ফিরে এসেছে। এখন তারা নিরাপদ। আর তাদের কোথাও যেতে হবেনা। স্বাগতম ।

৫০,০০০ সিরিয়ান কানাডাতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে। এয়ারপোর্টেই তাদেরকে দেওয়া হয়েছে সোশ্যাল ইনসুরেন্স কার্ড (এই পরিচয়পত্রটি দরকার হয় কানাডাতে কাজ করার জন্য। এই পরিচয়পত্র ছাড়া কানাডাতে কারুকে চাকুরী দেওয়া বেআইনী) এবং স্বাস্থ্য কার্ড (এই কার্ড দেখিয়ে বিনা মূল্যে চিকিৎসা করা হয়)।

ধন্যবাদ কানাডা। Thank you Canada! merci beaucoup Canada!!

ইউরোপের দেশগুলো যখন সীমান্ত বন্ধ করে দিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী পাঁচ মিনিয়ন ডলারের মালিক ডনাল্ড ট্রাম্ফ যখন আমেরিকাতে মুসলমানদের প্রবেশ নিষেধ তার তিন মিলিয়ন মুসলমান আমেরিকানদের জন্য বিশেষ পরিচয়পত্র করে তাদেরকে পৃথক, ও ডাটাবেজের মাধ্যমে তাদেরকে নজরবন্দী করার ইচ্ছা প্রকাশ করেছেন তার নির্বাচনী প্রচারনা্তে তখন দুহাত প্রসারিত করে দিয়ে বসতহারা সিরিয়ান মানুষদের বুকে টেনে নিয়ে সব সময়ের মতই মানবতার এক উজ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কানাডা ।

ধন্যবাদ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!!
Thank you honorable Prime Minister Justin Trudeau
কানাডার নাগরিক হতে পেরে আমি গর্বিতা।
I am proud to be Canadian.




৩ thoughts on “Thank you Canada!! ৫০,০০০ যুদ্ধকবলিত সিরিয়ানকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *