ঢাকা : দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘এতো বড় একটা ঘটনা ঘটে গেলো, কিন্তু দেশের আইনশৃঙ্খলা বাহিনী ‘ঘোড়ার ঘাস’ কাটে।’
শুক্রবার শিল্পকলার জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দিনাজপুরে এত বড় ঘটনার পরও ঘটনাস্থলে গতকাল কেন পুলিশ ছিল না। ইস্কন মন্দিরে গুলি, বোমা হামলা হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন? আপনারা কি ‘ঘোড়ার ঘাস’ কেটেছেন?
তিনি বলেন, ‘দিন দিন দেশে সংখ্যালঘুর পরিমান কমছে। তাদের সরকারের দায়িত্বশীল জায়গায় রাখা হচ্ছে না। সংখ্যালঘুদের গুরুত্ব আরোপ না করলে দেশ এক সময় আফগানিস্তানে পরিণত হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মনোযোগী হতে হবে।’
পৌর নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির এ কমিটি স্ট্যান্ডও করে না আবার স্লিপও করে না। তিনি (খালেদা জিয়া) এসব অপদার্থগুলোকে নিয়ে মিটিং করেছেন। নির্বাচনে এরকম কোনো কমিটি করার সাংবিধানিক বিধান নেই।’
Milton Sarkar liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Saif Islam liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
Mahbub Ishtiak Bhuiyan liked this on Facebook.