আন্তর্জাতিক মানবপাচারকারী মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

টেকনাফে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার বিকেল ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. আনসার উল্লাহ (৩০) টেকনাফের হ্নীলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বসবাসকারী, মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার বুচিদং এলাকার মো. জাফর হোসেনের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস.এম সাউদ হোসেন জানান, গ্রেপ্তার আনসার উল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী ও আন্তর্জাতিক চক্রের সদস্য। টেকনাফ থানায় তার বিরুদ্ধে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২টি মামলা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার এস.এম সাউদ হোসেন জানান, বরিশাল জেলার গৌরনদী উপজেলার মোহাম্মদ রাসেল (৩০) নামের এক যুবককে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করেছিল গ্রেপ্তার আনসার উল্লাহ। মালয়েশিয়ায় পৌঁছার পর থেকে সেখানে তাকে আটকে রেখে মুঠোফোনে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আনসার উল্লাহ। পরে ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় রাসেলের পরিবারের লোকজন গ্রেপ্তার আনসার উল্লাহর ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা পাঠায়। এ নিয়ে মালয়েশিয়ায় পাচারের শিকার রাসেলের এক ভাই বাদী হয়ে বরিশালের গৌরনদী থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে র‌্যাব সদস্যরা আনসার উল্লাহর টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

২ thoughts on “আন্তর্জাতিক মানবপাচারকারী মিয়ানমার নাগরিক গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *