পৌর নির্বাচনে অনিয়মের সূচনা হয়েছে সরকারপ্রধানের হাতে

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই পৌরসভা নির্বাচনে অনিয়মের সূচনা হয়েছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন কমিশনও সরকারের ইশারায় চলছে এবং কমিশন নিজেই আইনের ব্যত্যয় ঘটাচ্ছে বলেও অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ বুধবার পৌর নির্বাচন নিয়ে সরকারদলীয় প্রার্থীদের মনোনয়ন থেকে শুরু করে নানা অনিয়ম ও অসংগতির কথা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ উপস্থাপন করেন। শরীয়তপুর পৌরসভায় বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগদলীয় প্রার্থী পরিবর্তনের উদাহরণ তুলে ধরেন মির্জা ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাতিল হওয়া একটা নমিনেশন পেপার, সেই নমিনেশন পেপার বাতিল হয়ে গেছে। এর পর আরেকজন কাকে নমিনেশন দেওয়া হচ্ছে… সেটা পার্টির পক্ষ থেকে সই করে, সভাপতি সই দিয়ে… যাচাই-বাছাই করার পরে। দুর্ভাগ্যজনকভাবে এই সইটা করছেন কে? আওয়ামী লীগ সভাপতি। এবং তিনি কে? তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ, সরকারের প্রধান।’

‘যার নমিনেশন পেপার বাতিল হয়েছে, তার নাম মো. রফিকুল ইসলাম। যাকে দেওয়া হলো, তাঁর নাম হচ্ছে ফারুক আহমেদ তালুকদার,’ বলেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, কেবল গণতন্ত্রকে রক্ষা করতে এ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। সরকারের অনিয়ম থেকে বোঝা যায়, এ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে।

‘ফেনীতে আমাদের দলের জেলা সভাপতি অ্যাডভোকেট আবু তাহের তাঁর বাড়িতে হামলা করেছে এবং বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। তাঁর অপরাধ, সেখানে আমাদের যে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, তিনি সেই বাতিলের বিরুদ্ধে আপিল করেছিলেন। এই অপরাধে বিএনপি জেলা সভাপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তাঁর মা ও স্ত্রী বাড়ি থেকে বেরোতে পারছেন না,’ বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সরকারের মন্ত্রী-এমপিরা নির্বাচনী বিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

১০ thoughts on “পৌর নির্বাচনে অনিয়মের সূচনা হয়েছে সরকারপ্রধানের হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *