ঢাকা: দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার দুদককে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ান ইলেভেনে যেসব মামলা হয়েছিল সেসব মামলা থেকে বর্তমান সরকার দলীয় নেতা-নেত্রীদের তুলনায় বিরোধী দলীয় নেতা-নেত্রীদের অব্যহতি দেয়ার সংখ্যা অনেক কম। আপনারা সরকারের মন্ত্রী এমপিদের দুদকে হাজির করছেন, এটা প্রসংশার যোগ্য কিন্তু হাজির করাটাই যথেষ্ট নয়। পরে কী হচ্ছে সেটা আপনাদের দেখাতে হবে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বুধবার বেলা ১২টায় দুদক কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দুর্নীতি দমন কমিশন-দুদককে শিরদাঁড়া সোজা করার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা কতটুকু স্বাধীন, আপনাদের শিরদাঁড়া কতটুকু শক্ত তা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলেই আমরা বলবো আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।’
তিনি বলেন, ‘যদিও আপনাদের শিরদাঁড়া সোজা করার কার্যক্রম শুরু হয়েছে, তারপরও আপনাদের আরো অনেকদূর এগিয়ে যেতে হবে। তা ছাড়া আপনাদের এবং নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক সমালোচনা আছে। এসবের উর্ধ্বে উঠে কাজ করতে হবে।’
গোলাম সারওয়ার বলেন, ‘সাংবাদিকদের কাজই হচ্ছে ভুলত্রুটিগুলো দেখিয়ে দেয়া। আপনারা যদি ভুল কাজ করেন বা নিস্ক্রিয় থাকেন তাহলে অবশ্যই আমরা সমালোচনা করবো।’
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে অনকে গণমাধ্যমকর্মী কাজ করেন। এখানে কোনো ব্যক্তির চরিত্র হননের সুযোগ অনেক বেশি থাকে। তাই ‘নিউজ’ করার পূর্বে কষ্ট করে যেটা লিখবেন, সেটা যাচাই-বাছাই করে যথাযথভাবে লেখার চেষ্টা করবেন।’
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘কিছু কিছু সমালোচনা মেনে নিয়েই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সবাই যদি বাহাবা দেয় তাহলে তো আমরা কাজের সঠিক মূল্যায়ন বুঝবো না। তবে এসব সমালোচনা যদি গ্রহণযোগ্য ও গঠনমূলক হয় তাহলে সেটা নিয়ে আমরা কাজ করে যাব।’
তিনি বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু মুক্তির স্বাদ এখনো পাইনি। তার মূল কারণ হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতি দমনে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আর দেশের প্রতি মায়া ভালবাসা থাকলেই কেবল দুর্নীতি দমন করা সম্ভব।’
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, ড. নাসির উদ্দিন আহমেদ, দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামালসহ দুদকের উর্ধ্বতন কর্মকর্তারা।
Tania Chowdhury liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.