এবার দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে

ঢাকা: আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে খ্যাত দাউদ ইব্রাহিম। নিজের কি পরিমান সম্পত্তি আছে সে হিসেবটাও বুঝি নেই এই ডনের কাছে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আসে তার বহু বেনামী সম্পত্তি। এসব সম্পত্তির মধ্যে সাতটি সম্পত্তি নিলামে তোলার কথা। এর মধ্যে তিনটি মুম্বাইয়ে এবং চারটি অন্যান্য শহরে।

দাউদ ইব্রাহিম ভারতে পালিয়ে যাওয়ার পর তার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে সিবিআই কর্তৃপক্ষ। তার বেশ কিছু সম্পত্তির মধ্যে একটি রেস্টুরেন্টও রয়েছে।

মঙ্গলবার ওই নিলামের আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। তবে খুব বেশি মানুষ দাউদের সম্পত্তি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। কেননা দাউদের সম্পত্তি কেনার পরই সম্পত্তির মালিকের প্রাণনাশের হুমকি আসতে পারে। মুম্বাইয়ের একটি হোটেলে এ নিলাম সংক্রান্ত সব কিছুর আয়োজন করা হয়েছে।

তবে এই নিলামে অংশ না নেয়ার জন্য ইতোমধ্যেই ফোনে হুমকি দেওয়া হয়েছে সাংবাদিক এস বালাকৃষ্ণকে। তাকে ছোট শাকিল নামে এক ব্যক্তি মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন, ‘কি করতে যাচ্ছেন?’ এই বার্তাটি যে দাউদের সম্পত্তি নিলামকে কেন্দ্র করেই পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

তবে এই বার্তা পেয়ে মোটেও ভীত নন বালাকৃষ্ণ। তিনি এনডিটিভিকে জানিয়েছেন, ‘আমরা যদি এই নিলামে অংশগ্রহণ না করি তবে এটা আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক ঘটনা হবে।’

১৯৭৬ সালের চোরাচালান ও ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস আইন এবং নার্কোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যানস আইনের অধীনে দাউদের সম্পত্তি নিলামে তোলা হচ্ছে।

১২ thoughts on “এবার দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *