ছাত্রনেতা মাহবুবুর রহমান বাপ্পির পরিবারের পাশে তৃনমূল হেল্প সেল

বিগত আন্দোলনে পুলিশী নির্যাতনে নিহত ঢাকা নিউ মার্কেট থানার বিপ্লবী ছাত্রনেতা শহীদ মাহবুবুর রহমান বাপ্পীর অসহায় পরিবারকে আজ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় Chatrodol News – ছাত্রদল নিউজ & তৃনমূল হেল্প সেল এর পক্ষ থেকে । তার বোন ঝুমুর এই হাতে দেশনেত্রীর গুলশান কার্যালয়ে এ অর্থ তুলে দেওয়া হয় । এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাঃ মইন খান.বিএনপির বর্তমান মুখপাত্র ড.আসাদুজ্জামান রিপন , সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মোহাম্মদ আজমল হোসেন পাইলট ভাই. তৃনমূল হেল্প সেল এর উপদেষ্ঠা বিপ্লবী ছাত্রনেতা মেজবাউদ্দিন ভুইয়া সদস্য ফখরুল.শাওন.অনিক.মিঠুন সহ অন্যরা ।

 

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

১৬ thoughts on “ছাত্রনেতা মাহবুবুর রহমান বাপ্পির পরিবারের পাশে তৃনমূল হেল্প সেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *