ঢাকা: পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হলে আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচনের বাসনা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। একইসঙ্গে তিনি বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জাতীয় ঐক্যের উদ্যোগ নিলে তাতে বিএনপি সাড়া দেবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মুত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মওদুদ বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, নির্বাচন সুষ্টু হলে বিএনপি যে গণতান্ত্রিক আন্দোলন করছে তা সফলতার মুখ দেখবে। তবে সিটি নির্বাচনের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হলে সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার যে বাসনা রয়েছে তা পূরণ হবে না।
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। গণতন্ত্র ফিরিয়ে দিলে জঙ্গিরা নিষ্ক্রিয় হয়ে যাবে। যখন দেশে গণতন্ত্র থাকবে তখন জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে জনগণই তাদের প্রতিহত করবে। এজন্য পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের প্রয়োজন হবে না।
রাজনীতি দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি স্বার্থের জন্য অনেকে রাজনীতিতে প্রবেশ করছে। এরকম প্রবণতা ভবিষৎ প্রজন্মের জন্য সুখকর হবে না। রাজনীতিকে রাজনীতিবিদের নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানান তিনি।
মওদুদ বলেন, বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যেকোন ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ ও উগ্রবাদের বিপক্ষে। কিন্তু জঙ্গি ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলে সরকার বলার চেষ্টা করছে। সরকার যত চেষ্টাই করুক না কেন দেশে গণতন্ত্র না থাকলে জঙ্গিদের উত্থান অবধারিত। কেউ ঠেকাতে পারবে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন দলটির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল হক জিয়া প্রমুখ
Moin Ahmed liked this on Facebook.
Taj Sheikh liked this on Facebook.
Asif Siddique liked this on Facebook.
Tania Chowdhury liked this on Facebook.
Abdul Jalil liked this on Facebook.
1 রিঙ্গিতের বিপরীতে টাকার মূল্য 18.56436 টাকা !!
? প্রতি ২ ঘণ্টা পর পর টাকার রেট জানতে পেজ এ লাইক এবং শেয়ার করে একটিভ থাকুন https://www.facebook.com/মালয়েশিয়ান-রিংগিত-বনাম-বাংলাদেশি-টাকা-404094113128153
Mohammed Anwar Biplob liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.