খালেদার ডাকেও আজকাল সাড়া পাওয়া যায় না

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকেও আজকাল সাড়া পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু সে ডাকেও আজকাল সাড়া পাওয়া যায় না।’ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তাই করা উচিৎ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

অন্যদিকে দেশ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপদেস্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে দুর্দশা দেখা দিয়েছে। হত্যা গুম চলছে। সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সঙ্কটের সমাধান করতে হবে।’

চেয়ারপারসনের এই উপদেস্টা বলেন, ‘টেলিভিশনে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য দেখলে মনে হয় সোনার বাংলায় রয়েছি। কিন্তু বাস্তবে আমরা করুন অবস্থায় রয়েছি।’ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সঙ্কট সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল হক জিয়া প্রমুখ।

১১ thoughts on “খালেদার ডাকেও আজকাল সাড়া পাওয়া যায় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *