জান বাঁচানো ফরয। আপনার জীবন আপনার ও আপনার প্রিয়জনের আমানত। বিষাক্ত ভাইরাসের মত সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বে। প্রবাসে আপনারা যারা একা চলাফেরা করেন বিশেষ করে ইউরোপ ও আমেরিকাতে তারা অবশ্যই নিজেদের জীবন বাঁচানোর জন্য সাবধান হবেন। বোরখাঁ ও হিজাব ছাড়াও আরো অনেকভাবেই সম্পুর্ন শরীর ঢেকে রাস্তাঘাটে চলাচল করা যায়। পথে, সপিং মলে বা পাবলিক যানবাহনে চলাচল করার সময় অবশ্যই সমস্ত শরীর ঢেকেই চলাচল করবেন কিন্তু শরীর ঢাকবেন অন্য স্টাইলে। বোরখাঁ যে দামে ক্রয় করবেন একই দামে ওভারকোট কিনতে পাওয়া যায়, টুপি কিনতে পাওয়া যায়, মাফলার কিনতে পাওয়া যায়। মাথায় টুপি, গলায় মাফলার আর শরীরে অভারকোট যদি পরিধান করেন তাহলে আপনার পুড়া শরীর এবং মাথা ঢাকা হয়ে গেল। পর্দা হলো এবং আপনি সাম্প্রদায়িতা ও ঘৃনা অপরাধেরও শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে চেস্টা করলেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সেদিন সাম্প্রদায়িক হামলা হবার পরে এখন ইউরোপ ও আমেরিকাতে সাম্প্রদায়িকতা যেন এক নির্মম উৎসবের মত ঘটে চলেছে প্রায় প্রতিদিন। সেদিন কানাডাতে একটি মসজিদে অগ্নীসংযোগ করা হলো, একজন মহিলাকে ঘুষি মেরে তার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেল সাম্প্রদায়িক গুন্ডারা। গত পরশু ইংল্যান্ডের লিডস এ বাসের ভেতরে একজন গর্ভবতী মহিলাকে পেটে ঘুষি মারে দুইটি ছেলে। মহিলার অপরাধ তিনি বোরখাঁ পরিধান করে ছিলেন। মহিলা পেটে হাত দিয়ে বাসের মেঝেতে গড়াগড়ি খেয়ে কাদতে থাকে। বাসের ভেতরে একজন বৃদ্ধা এই মহিলাকে উঠাবার চেষ্টা করেন। সেই বাসে আরো একজন যাত্রি তার শিশু কন্যাকে নিয়ে ভ্রমন করছিলেন। তিনিও এগিয়ে আসেন এই মহিলাকে সাহায্য করার জন্য। কিছুক্ষন পরে জুডি নামের একটি ছাত্রী বাসে উঠে এই ঘটনা দেখে এই মহিলাকে শান্তনা দেয়। এমবুলেন্স ডাকে। এবং এই মহিলাকে সাথে নিয়ে এমবুলেন্সে করে হাসপাতালে পৌছে দেয়। যে ভদ্রলোক তার শিশুকন্যাকে নিয়ে ভ্রমন করছিলেন তিনি লিখেছেন যে এই মহিলাকে সাহায্য করার জন্য মোট তিনজন মহিলা এগিয়ে আসে এই দৃশ্য তিনি তার শিশু কন্যাকে অবলোকন করাতে চেয়েছিলেন যখন এই শিশু বড় হবে তখন যেন সেও মানুষের সাহায্যে একইভাবে এগিয়ে যায়। জুডি যখন এমবুলেন্সে করে বোরখাঁ পরিহিতা মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল তখন এমবুলেন্সের প্যারামেডিকের একজন জুডিকে প্রশ্ন করে – “তোমার খেয়ে দেয়ে আর কোন কাজ ছিলনা”
এই প্রশ্নে জুডি হতভম্ব হয়ে যায়। জুডি ভাবতে পারেনা একজন এমবুলেন্সের কর্মচারী এই প্রশ্ন করতে পারে। জুডি এই মহিলার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে এবং তারা হাসপাতালে এসে পৌছালে জুডি ট্যাক্সিতে করে বাসার উদ্দেশ রওনা হয়। ট্যক্সি ড্রাইভার জুডির সন্মানে মিটার বন্ধ করে দেয় । ভাল কাজের জন্য পুরস্কার হিসাবে জুডিকে ফ্রি বাসায় পৌছে দেয়। অন্যদিকে বোরখাঁ পড়া আক্রান্ত মহিলার স্বামী জুডিকে বলে ধন্যবাদ জানায় এবং জুডিকে “বীর” বলে সন্মানিত করে।
গতকাল লন্ডনের একটি বাসে একজন মুসলমান যাত্রি উঠলে অন্য একজন যাত্রী বাসের ড্রাইভারকে বলে সে এই ভদ্রলোকের জন্য “অসুবিধা” বোধ করছে। পরে এই মুসলমান ভদ্রলোককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আমি আশা করি এই মুসলমান ভদ্রলোক এই বাস কোম্পানীর বিরুদ্ধে মামলা করবে।
এই ধরনের অবস্থার শিকার যাতে আপনাকে না হতে হয় সেজন্য আরবের স্টাইলে শরীর ও মাথা না ঢেকে ইউরোপ বা আমেরিকার স্টাইলে শরীর এবং মাথা ঢাকুন। আল্লাহ্ বলেছেন “পর্দা করার জন্য” । অর্থাৎ শরীরকে ঢাকার জন্য বলেছেন যাতে শরীর দেখে অন্য কেউ এমন কিছু না করে যাতে একজন মহিলা বিপদগ্রস্থ হয়। কালো রঙ্গের বোরখাঁ যে পড়তেই হবে এমন কোন কথা নেই। কালো রঙ্গের ওভারকোট পরিধান করুন। কালো রঙ্গের হ্যাট পরিধান করুন। কালো রঙ্গের স্কার্ফ দিয়ে গলায় পেচিয়ে রাখুন। পর্দা হলো জীবনও বাঁচল । মুসলমান মহিলারা একটা বিশেষ পোষাকে নিজেদের সজ্বিত করার পেছনে সব চাইতে বড় কারণ হলো এরা বোঝাতে চায় যে এরা মুসলমান এবং এরা অন্যদের থেকে আলাদা। এখানে “পর্দা” করার চাইতে “অন্যদের থেকে আলাদা” হিসাবে নিজেদের চিহ্নিত করার প্রচেস্টাই প্রকট হয়ে দেখে দিয়েছে। পর্দা দুই রকমেরঃ বাহ্যিক পর্দা ও অন্তরের পর্দা। অন্তরের পর্দা যদি থাকে তাহলে বাহ্যিক পর্দার জন্য সৌদী আরবকে অনুসরন করার কোন দরকার নেই। সাড়া ইউরোপ এবং আমেরিকাতে হাজার হাজার লম্বা পোষাক পাওয়া যায়। অনেক টুপি পাওয়া যায় যা মাথায় দিলে চুল দেখা যাবেনা। অনেক জ্যাকেট আছে যা হূড লাগানো।
সিরিয়াতে যে ইসলামিক স্টেট নামের গ্রুপ সিরিয়ার জনগনের জীবন অতিষ্ট করে তুলেছে তাদের জন্মদাতা মাবাবা হলো মার্কিন যুক্তরাস্ট্র ও ইসরাইয়েল। ইসলামের সাথে ইসলামিক স্টেটের কোন সম্পর্ক নেই। এর প্যারিসে হামলা করার কারণই ছিল ঘৃনা ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়া যাতে মুসলমানেরা পদে পদে বিপদে পড়ে। মুসলমানেরা তাদের জীবন নিয়ে পালাতে পালাতে আর পালাবার পথ খুঁজে না পেয়ে সাম্প্রদায়িকতার হাতে বিলুপ্ত হয়। এটাই ছিল উদ্দেশ্য। তাদের এই উদ্দেশ্য যাতে সফল না হয় সেজন্য সবাইকে প্রথমে নিজেদের জীবন রক্ষা করতে হবে তারপর এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যদি জীবন না বাঁচে তাহলে এর বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবেনা। তাই নিজেদেরকে স্বতন্ত্র হিসাবে চিহ্নিত করা থেকে সবার সাথে নিজেদের মিশিয়ে দিতে হবে।
MadZy Anik MoLlick liked this on Facebook.
Rubel Gazi Shanto liked this on Facebook.
probasnews24.com liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Zami Khan liked this on Facebook.
Zahidul Islam Shahin liked this on Facebook.