পোস্টার লাগানোর সময় খুলনায় ছাত্রদল নেতা আটক

বিএনপি নেতার মুক্তি দাবিতে পোস্টার লাগানোর সময় খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। এ সময় আরো দুই ছাত্রনেতাকে আটক করা হয়। তাঁরা হলেন খুলনা সদর থানা ছাত্রদলের সভাপতি শামীম আশরাফ ও ছাত্রদলকর্মী ইউসুফ। এ তিনজন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর মুক্তির দাবিতে পোস্টার লাগাচ্ছিলেন।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে খুলনা থানার সামনে থেকে তাঁদের আটক করা হয়।

খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক আহমেদ জানান, ছাত্রদল নেতা এস এম কামাল হোসেনের নামে অনেক নাশকতার মামলা রয়েছে। শামীম আশরাফের নামেও মামলা রয়েছে।

এ তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম জানান, নজরুল ইসলাম মঞ্জুর মুক্তির দাবি করে ছাত্রদল নগরীতে পোস্টারিং করছিল। ছাত্রদল নেতা কামাল হোসেন সেই কাজের তদারক দেখতে রাত ১টার দিকে খুলনা থানার সামনে যান। তখনই তাঁকেসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

৬ thoughts on “পোস্টার লাগানোর সময় খুলনায় ছাত্রদল নেতা আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *