সৌদি আরব জেড ফোর্সের উদ্দেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার জুম্মার নামাজের পর মক্কা নগরীর হারেম শরীফে মরহুম সালা উদ্দীন কাদের চৌধরী স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করেন সৌদী আরব জেড ফোর্স পশ্চিম অঞ্চল । দোয়া মহফিলের পর উপস্থিত মুসল্লিদের মাঝে খাবার বিতরন করা হয় ।

এই সময় উপস্থিত সৌদী আরব পশ্চিম অঞ্চলের জেড ফোর্সের আহবায়ক জনাব তাজুল ইসলাম ভুইয়া মনির , মক্কা প্রদেশের সিনিয়র সহ সভাপতি মোঃ মিলন , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, মোঃ জসিম (রিয়াদ), মোঃ মিলন (মদিনা) প্রমুখ ।

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *