শুক্রবার জুম্মার নামাজের পর মক্কা নগরীর হারেম শরীফে মরহুম সালা উদ্দীন কাদের চৌধরী স্বরণে দোয়া মাহফিলের আয়োজন করেন সৌদী আরব জেড ফোর্স পশ্চিম অঞ্চল । দোয়া মহফিলের পর উপস্থিত মুসল্লিদের মাঝে খাবার বিতরন করা হয় ।
এই সময় উপস্থিত সৌদী আরব পশ্চিম অঞ্চলের জেড ফোর্সের আহবায়ক জনাব তাজুল ইসলাম ভুইয়া মনির , মক্কা প্রদেশের সিনিয়র সহ সভাপতি মোঃ মিলন , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, মোঃ জসিম (রিয়াদ), মোঃ মিলন (মদিনা) প্রমুখ ।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম