বগুড়া: শাজাহানপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা চাইতে গিয়ে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতাকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চারটি রাম দা, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করে।
শুক্রবার বিকেলে উপজেলার নয়মাইল এলাকার এক ব্যবসায়ীর কাছে চাঁদা চাইতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির (৩২), মানিক (২২), মাসুদ (২৫), বাসেদ (২৮) ও শামীম।
পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মনির বৃহস্পতিবার নয়মাইল এলাকার মাল্টি ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার ওয়াসিমের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সহযোগীদের নিয়ে শুক্রবার বিকেলে চাঁদার টাকা চাইতে গেলে পাশেই ওঁৎ পেতে থাকা পুলিশ মনিরসহ পাঁচ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, এরা সবাই সন্ত্রাসী। এদের মধ্যে মনিরের বিরুদ্ধে যুবলীগ নেতা সাজুর পা কেটে নেয়ার অভিযোগ রয়েছে।
Mohd Liakat liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Sohel Khalasi liked this on Facebook.