ঢাকা : মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য একমাত্র রক্তদানকারী জাতি বাঙালি। অথচ স্বাধীন বাংলাদেশ চার দশকেরও বেশি সময় পার করলেও সর্বস্তরের বাংলা চালু নিশ্চিত করা যায়নি। এমনকি দেশের উচ্চ আদালত এ ব্যাপারে একাধিকবার নির্দেশনা দিলেও সেখানেও চালু করা যায়নি বাংলা। তবে এবার প্রধান বিচারপতি এসকে সিনহা শুনালেন আশার কথা।
তিনি বলেছেন, ‘আমাদের আদালত সমূহে ভাষা বাংলা ভাষায় রায় লেখার চিন্তা করা হচ্ছে। নিম্ন আদালতের বিচারকরা বাংলায় রায় লিখছেন, উচ্চ আদালতের কিছু বিচাপতিরা বাংলা ভাষায় রায় লেখার চেষ্টা করছেন, আমি চিন্তা করছি দু’একটি রায় বাংলায় লেখার জন্য।’
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্টের শহিদ শফিউর রহমান মিলনায়তনে দেশিয় সাংস্কৃতিক আইনজীবী পরিষদ আয়োজিত মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছি, ৫২ ভাষা আন্দোলন যে প্রেরণা দেয় তা অবশ্যই গুরুত্বপূর্ণ। আব্দুল গাফফারের আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি মুক্তিকামী মানুষদের অনেক উৎসাহ যুগিয়েছে। মাতৃভাষার অধিকার আদায়ের নিমিত্তে বায়ান্নর আন্দোলন হয়েছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা যুদ্ধের অন্যতম ফসল বাংলা ভাষা।’
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের বাংলাভাষা ও সংস্কৃতি ধরে রাখা উচিৎ, অপসংস্কৃতি দেশকে ধ্বংস করে। পশ্চিমা সংস্কৃতির কারণে আমরা ভুলে বসেছি দেশীয় সংস্কৃতি। দেশীয় সংস্কৃতি রক্ষায় এই সংগঠন প্রশংসার দাবিদার।’
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সেক্রেটারী লায়েকুজ্জামান মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শফউদ্দিন ভূইয়া।