****সাউথ আফ্রিকায় বাঙ্গালী খুন ***
সাউথ আফ্রিকায় বাঙ্গালী ব্যবসায়ী খুন ।
ভাগ্যের চাকা ঘুরাতে এসে প্রতিনিয়ত বাঙ্গালী মৃত্যুকে ভাগ্য হিসেবে বরণ করেই চলছে । মৃত্যুকে উপেক্ষা করে পরিবার পরিজনের মুখে সামান্য হাসি ফোটানোর জন্য বাঙ্গালীরা সাউথ আফ্রিকায় আসলেও কতটুকু হাসি সবার মুখে ফোটাতে পারে তার হিসেব কেউ না জানলেও প্রতিদিনই কেউ না কেউ ডাকাতের গুলিতে বা ধারাল অস্ত্রের আঘাতে মারা যাচ্ছে ।
আজ সকাল আনুমানিক ৭টার সময় ব্লুমপন্টিনের ফ্রি স্টেট লোকেশনে স্থানীয় সন্ত্রাসীদের হাতে নিহত হন মোঃ ভাসন আহমেদ ।প্রতিদিনের মতো মোঃ ভাসন আহমেদ সকালে উঠে দোকানের বাকলা খুলতে গেলে আফ্রিকার সন্ত্রাসীরা দোকানের ভিতরে জোর করে ঢুকতে চায় । ভাসন তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা ধারাল ছুরি দিয়ে তার গলায় ও ঘাড়ে আঘাত করে । ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে । স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে । এ সংবাদ সোনার পর তার দেশের বাড়িতে শোকের মাতম পড়ে যায় ।জানা গিয়েছে… ভাসনের দেশের বাড়ি সিলেটে ।
প্রবাসনিউজ-রিয়াজ